• ঢাকা
  • মঙ্গলবার, ২৫ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১০ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মাস্ক পরে দেওয়াল টপকে পালালেন সাবেক ডিবি প্রধান হারুন


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১১:৩৮ এএম
মাস্ক পরে, দেওয়াল টপকে, পালালেন, সাবেক ডিবি প্রধান, হারুন
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদ।

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ও পুলিশ সদর দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল সোমবার (০৫ আগস্ট) সকালে একত্রিত হয়ে বিভিন্ন নির্দেশনা দিচ্ছিলেন। দুপুরের পর, শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পরে যখন ছাত্র জনতা শাহবাগের দিকে এগোতে শুরু করে, তখন তাদের নির্দেশনা কমে আসে।

ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম) ও সাবেক ডিবি প্রধান হারুন অর রশীদসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিকেলে মাস্ক পরে পুলিশ সদর দপ্তরের দেওয়াল টপকে নগর ভবনে প্রবেশ করেন। পরবর্তীতে সেখান থেকে তারা সিভিল পোশাকে পালিয়ে যান। তিনজন পরিদর্শক এ তথ্য নিশ্চিত করেছেন, যাদের একজন জানান যে হারুনসহ কয়েকজন সিভিল পোশাকে নগর ভবনে গিয়ে অজানা স্থানে চলে যান।

অন্যদিকে, আইজিপি, অতিরিক্ত আইজিপি এবং ডিএমপি কমিশনারসহ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তা পুলিশ সদর দপ্তরের ছাদের হেলিপ্যাড থেকে হেলিকপ্টারে করে চলে যান।

যাত্রাবাড়ী থানায় বিক্ষুব্ধ ছাত্র জনতা হামলা করার পর থানা থেকে নির্দেশনা চাওয়া হয়, যার জবাবে হারুন অর রশীদ আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেন। এরপর থেকে তিনি আর কোনো নির্দেশনা দেননি।

ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের বক্তব্যের জন্য ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

 

ঢাকানিউজ২৪.কম / জেডএস

আরো পড়ুন

banner image
banner image