
পাঁচবিবি প্রতিনিধি, জয়পুরহাট: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৮নং আওলাই ইউনিয়ন পরিষদ নিবার্চনে চেয়ারম্যান পদে স্বামী-স্ত্রীসহ সাত জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মনোনয়নপত্র প্রত্যাহারের সময় শেষ হলেও স্বামী-স্ত্রীসহ সাত জনের মধ্যে কেউ মনোনয়নপত্র প্রত্যাহার না করায় তাদের নামে প্রতীকও বরাদ্দ দিয়েছেন নিবার্চন কমিশন।
সোমবার উপজেলা নিবার্চন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
উপজেলার ৮নং আওলাই (ইউপি) নিবার্চনে চেয়ারম্যান প্রার্থীরা হলেন, আ.লীগ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী একরামুল হক চৌধুরী (তাওহীদ) মোটরসাইকেল প্রতীক ও তাঁর স্ত্রী নিলুফা আক্তার লিপি রজনীগন্ধা প্রতীক, এস এম ইব্রাহিম হোসাইন নৌকা প্রতীক, আব্দুর রাজ্জাক মন্ডল ঘোড়া প্রতীক, ওবায়দুর রহমান চশমা প্রতীক, সোহেল ফকির টেলিফোন প্রতীক ও আজিজুল হক আনারস প্রতীক। এছাড়াও উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নিবার্চনে চেয়ারম্যান পদে জিহাদ মন্ডল নৌকা প্রতীকে ও আ.লীগ বিদ্রোহী মুক্তার হোসেন মন্ডল আনারস প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উপজেলা নিবার্চন অফিস সূত্রে জানাযায়, উপজেলার ৭নং কুসুম্বা (ইউপি) নিবার্চনে চেয়ারম্যান পদে ২ জন ও ৮নং আওলাই (ইউপি) নিবার্চনে চেয়ারম্যান পদে ৭ জন প্রাথর্ী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও ওই দুই (ইউপিতে) মোট ভোটার সংখ্যা ৪৮২২৯ জন। এর মধ্যে নারী ভোটার ২৪০৪৬ জন ও তৃতীয় লীঙ্গ ১ জন।
উপজেলা নিবার্চন কর্মকর্তা মো.শহিদুল ইসলাম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারী অনুষ্ঠিতব্য ৭ম ধাপের (ইউপি) নিবার্চন অবাধ, সুষ্ঠ ও নিরেপক্ষ করতে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে। তিঁনি আরো বলেন, নিবার্চন চলাকালীন সময়ে প্রার্থীরা আচারণবিধি লঙ্ঘনের অভিযোগ পেলে আইনগত ব্যবস্থাও নেওয়া হবে।
ঢাকানিউজ২৪.কম / আল-কারিয়া চৌধুরী/কেএন
আপনার মতামত লিখুন: