নিজস্ব প্রতিবেদক : রাজধানীর সচিবালয়ে আনসার-শিক্ষার্থী বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়েছে।
সোমবার (২৬ আগস্ট) দুপুর সোয়া তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়। এর আগে সকালে নিবিড় পরিচর্যা কেন্দ্র থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুরাতন ভবনের তৃতীয় তলায় অবজারভেশন কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, "গতকাল সচিবালয়ে সংঘর্ষে আহত হাসনাত আব্দুল্লাহর অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচে পাঠানো হয়েছে।"
তিনি আরও জানান, সচিবালয়ে আনসার বাহিনীর সঙ্গে সংঘর্ষে আহত হয়ে মোট ৬০ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়েছেন, যার মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয়েছে এবং দুজনের অবস্থা আশঙ্কাজনক। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘটনায় ঢামেকে প্রায় দুই হাজার ব্যক্তি চিকিৎসা নিয়েছেন, যাদের মধ্যে ৮০০ জনকে ভর্তি করা হয়েছিল। বর্তমানে হাসপাতালে ১০০ জন গুলিবিদ্ধসহ চিকিৎসাধীন রয়েছেন, যাদের মধ্যে ৯ জন আইসিইউতে আছেন এবং তাদের অবস্থা আশঙ্কাজনক।
আসাদুজ্জামান বলেন, "হাসপাতালে চিকিৎসাধীন সবাইকে সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে এবং আহতদের জন্য আলাদা ডেডিকেটেড ওয়ার্ড করা হয়েছে। হাসপাতালের ভেতরে ভিড় এড়াতে এবং রোগীদের সুস্থতার জন্য সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাচ্ছি।"
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: