
ডেস্ক রিপোর্টার : আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, সাবেক মন্ত্রী ও ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, বাংলাদেশে আর কোনোদিন তত্ত্বাবধায়ক সরকার হওয়ার কোনো সুযোগ নেই, প্রশ্নই ওঠে না।
তিনি বলেন, আশা করি বিএনপি সে নির্বাচনে অংশগ্রহণ করবে। নির্বাচনে অংশগ্রহণ না করলে তারা রাজনীতি থেকে হারিয়ে যাবে। সকল দল এ নির্বাচনে অংশগ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুরে ভোলা সদরের ভেদুরিয়া ইউনিয়নের ব্যাংকের হাট স্কুল মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণকালে এসব কথা বলেন তোফায়েল আহমেদ।
তিনি ভেদুরিয়া ছাড়াও সদর উপজেলার ভেলুমিয়া, আলীনগর, চরসামাইয়া, শিবপুর, উত্তর দিঘলদী ইউনিয়নে ৫ হাজার মানুষের মধ্যে শাড়ি লুঙ্গি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: