• ঢাকা
  • শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

মেট্রোরেল সরকারের মুকুটে আরেকটি হিরন্ময় পালক: কাদের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৮ ডিসেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০১:০০ পিএম
মেট্রোরেল সরকারের মুকুটে আরেকটি হিরন্ময় পালক
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরার দিয়াবাড়ী প্রান্তে বুধবার বেলা ১১টা ৪ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করেন।

উদ্বোধনী ফলক উন্মোচনের পর সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, রাজধানীবাসীর দীর্ঘ প্রতীক্ষার স্বপ্নপূরণের দিন। মেট্রোরেল উদ্বোধনের মধ্য দিয়ে সরকারের মুকুটে যুক্ত হলো আরেকটি হীরন্ময় পালক।

তিনি বলেন, মেট্রোরেলে করে প্রধানমন্ত্রী দেখিয়েছেন, ‘ইয়েস, উই ক্যান। বিশ্বব্যাংক অপবাদ দিতে পারে। তারা অপবাদ দিয়েছে। আমরা বীরের জাতি। আমরা চোরের জাতি নই। মনে অনেকের জ্বালা। অন্তর জ্বালায় মরে। বড়ই অন্তর জ্বালা।

কাদের বলেন, শত রাস্তা, শত সড়ক এক দিনে। কোথাও দেখেছেন? ভূগোলেও নেই।

বিএনপিকে ইঙ্গিত করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, মেট্রোরেল নিয়ে কিছু বলতে পারে না। দুর্নীতি নিয়ে কিছু বলতে পারে না। এখন বলছে ভাড়া বেশি।

উদ্বোধনের সময় সরকার প্রধানের সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image