• ঢাকা
  • বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১১ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

গনতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৮ জুলাই, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৫৩ পিএম
গনতন্ত্রী পার্টির জাতীয়
প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত

জহিরুল ইসলাম সানি : মুক্তিযুদ্ধের চেতনায় আগামীর বাংলাদেশ স্লোগান নিয়ে গনতন্ত্রী পার্টির জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (০৮ জুলাই) সকালে ইনিস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে এই সম্মেলনের আয়োজন করে গনতন্ত্রী পার্টি।

সম্মেলনে গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক ডাঃ শাহাদাত হোসেন বলেন, আমরা একসাথে থেকে গণতন্ত্র পার্টিকে গণতন্ত্রের একটি র‍্যাডিক্যাল দল হিসাবে গড়ে তোলার চেষ্টা করছি। দলের সর্বস্তরে গণতান্ত্রিকভাবে নেতৃত্ব নির্বাচনের মাধ্যমে স্বচ্ছতা এবং জবাবদিহিতার সংস্কৃতি গড়ে তুলতে চাই। জেলাগুলিতে শক্তিশালী কমিটি গঠনের মাধ্যমে স্থানীয় সরকারসহ জাতীয় পর্যায়ের সব নির্বাচনে অংশগ্রহণের জন্য নেতৃত্ব গড়ে তোলা হবে।

তিনি আরো বলেন, উল্লেখ্য অনেক জেলায় দীর্ঘদিন সম্মেলন হয়নি। যে কারনে তরুণ নেতৃত্ব তৈরি হয়নি। এখন আমরা এই বিষয়টি গুরুত্বের সাথে নিতে চাই। আসুন আমরা সবাই মিলে অতীতের ভূলভ্রান্তি পেছনে ফেলে শক্তিশালী গণতন্ত্রী পার্টি গড়ে তুলি। অত্যন্ত দুঃখের সাথে আজকে বলতে হচ্ছে যে, অনেক গৌরবোজ্জ্বল ঐতিহ্য থাকা স্বত্বেও গণতন্ত্রী পার্টি তার কাঙ্খিত লক্ষ্য অর্জন করতে পারেনি। আমাদের দলে অনেক উজ্জ্বল রাজনৈতিক নক্ষত্র আছেন। রাজনীতিতে তাদের উজ্জ্বল ভূমিকা ইতিহাসে লেখা থাকবে।

এ সময় তিনি পূর্বের কথা স্মরন করিয়ে বলেন, ২০১৪ সাল থেকে একটি মহল দল ভাঙ্গার জন্য বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত আছে। উল্লেখ করা প্রয়োজন ২০১৪ সালের সম্মেলনের সময় একটি চক্র, বহিরাগত ভাড়াটিয়া গুন্ডা এনে সম্মেলন বানচাল করার অপচেষ্টা করা হয়। বিভিন্ন সময়ে তারা উপদলীয় চক্রান্তে লিপ্ত থেকেছে। সর্বশেষ ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের সময় তাদের ষড়যন্ত্র প্রকাশ হয়ে পড়ে। যার ফলশ্রুতিতে দলের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ডাঃ শাহাদাত বলেন, ত্রিশ লক্ষ শহীদের রক্তদান, তিন লক্ষ নারীর সম্ভ্রম হারানো, ভারতে শরনার্থী শিবিরে আড়াই লক্ষ শিশুর মৃত্যু এইসব মানবিক বিপর্যয় অতিক্রম করে আজকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। মুক্তিযুদ্ধে সকল

শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। পরিশেষে আমি উদাত্ত আহবান জানাই নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি নিরসন করে আসুন ঐক্যবদ্ধভাবে শক্তিশালী দল গড়ে তুলি। দেশী বিদেশী এবং সাম্রাজ্যবাদী চক্রান্তের বিরুদ্ধে ইস্পাত কঠিন সংগ্রামের মাধ্যমে জনগণকে সাথে নিয়ে প্রতিরোধ গড়ে তুলি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শেষ করেন তিনি। সম্মেলন শেষে তাকে সভাপতি হিসেবে ঘোষণা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন গনতন্ত্রী পার্টির কেন্দ্রীয় কমিটির কাননআরা সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও সারা বাংলাদেশ থেকে আগত নেতৃবৃন্দ ও কর্মীরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image