• ঢাকা
  • রবিবার, ২১ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ; ০৬ অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:২৯ পিএম
উৎপাদনে ফিরলো
বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র

‪‪‪পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি : আবারো উৎপাদনে ফিরেছে দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিট।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাতে ৯টায় থেকে ওই ইউনিটটির উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রেডে যুক্ত হচ্ছ। এটি চালু রাখতে এর জন্য প্রতিদিন ৮০০ থেকে ৯০০ মেট্রিক টন কয়লার প্রয়োজন পড়বে।

জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ কয়েক দিনের প্রচেষ্টায় বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে পরীক্ষামূলকভাবে ইউনিটটির কার্যক্রম শুরু করে। এবং রাত ৮টা ৩২ মিনিটে ওই ইউনিট থেকে প্রথম পর্যায়ে ৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন পূর্বক জাতীয় গ্রেডে যুক্ত হতে শুরু করে। রাতের মধ্যেই উৎপাদনকৃত এ বিদ্যুৎ ৬০ মেগাওয়াট উন্নীত হয়েছে।

এর আগে গত সোমবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় যান্ত্রিক ত্রুটির কারণে তৃতীয় ইউনিটটির  উৎপাদন বন্ধ হয়। আগেই বন্ধ ছিল দুইটি ইউনিট। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যা কেন্দ্রেটির বিদ্যুৎ উৎপাদন। 

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবুবক্কর সিদ্দিক সাংবাদিকদের জানান, এক নম্বর ইউনিট থেকে উৎপাদিত ৬৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হচ্ছে।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image