• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ; ০৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কুমিল্লায় অধ্যক্ষ ধর্মরক্ষিত মহাথেরের প্রয়াত দিবসে মহাসংঘদান অনুষ্ঠিত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২০ আগষ্ট, ২০২১ খ্রিস্টাব্দ, ০২:২০ পিএম
মহাথেরের প্রয়াত দিবসে মহাসংঘদান অনুষ্ঠিত
অনুষ্ঠানের ছবি

মশিউর রহমান সেলিম, কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লায় কনকস্তুুপ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ দর্শনবারিধি প্রয়াত পন্ডিত ধর্মরক্ষিত মহাথেরের পারলৌকিক নির্বাণ শান্তি কামনায় শুক্রবার সকালে লাকসাম উপজেলার বাকই ইউপি’র কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে স্থানীয় বেশক’টি গ্রামের বৌদ্ধ সম্প্রদায় সংগঠনের আয়োজনে দুপচর তক্ষশীলা বৌদ্ধ বিহারে অষ্টাঙ্গ উপসোধ শীলধারীদের ত্রৈমাসিক বর্ষাবার্ষিক অষ্টপরিস্কার মহাসংঘদানসহ নানাহ ধর্মীয় কর্মসূচীর মাধ্যমে এ দিনটি পালিত হয়েছে। 

স্থানীয় বৌদ্ধ সম্প্রদায়ের একাধিক সূত্র জানায়, প্রয়াত ওই শিক্ষাবিদ বৌদ্ধ ধর্মীয় নেতা ধর্মরক্ষিত মহাথেরের অষ্টম প্রয়াত দিবসে লাকসামে শুক্রবার সকালে বাকই ইউনিয়নের ৪নং ওয়ার্ড কোঁয়ার ইন্দ্রধাম বৌদ্ধ বিহারে বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার উপসংঘরাজ ভারত বাংলা উপমহাদেশের প্রখ্যাত সংঘ মনীষী, কুমিল্লা তথা চট্টগ্রামসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বৌদ্ধ ধর্মীয় শীর্ষ নেতারা শ্রদ্ধার সঙ্গে ওই শিক্ষাবিদের প্রয়াত দিবসটি যথাযোগ্য মর্যাদায় স্বাস্থ্যবিধি মেনে স্বল্প পরিসরে দুপুরের আগেই তাদের নানাহ ধর্মীয় অনুষ্ঠান মালা শেষ করেন। 

চট্টগ্রাম মিরসাই বৌদ্ধ ভিক্ষু সমিতির সভাপতি সদ্ধর্ম বারিধি শ্রীমৎ প্রিয়ানন্দ মহাথেরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মিরসরাই নিজামপুর বৌদ্ধ ভিক্ষু সমিতি মহাসচিব বিশিষ্ট শিক্ষাবিদ শ্রীমৎ শাসন বংশ মহাথের। পঞ্চশীল প্রার্থনা করেন অগ্রনী ব্যাংক লিঃ বাংলাদেশ এজিএম বাবু লক্ষন চন্দ্র সিংহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দুপচর তক্ষশীলা বিহার অধ্যক্ষ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার  প্রচার ও প্রকাশনা সম্পাদক উত্তমানন্দ থের।

উক্ত মহাসংঘদান অনুষ্ঠানে প্রধান ধর্মালোচক ছিলেন কুমিল্লা-নোয়খালী সংঘরাজ ভিক্ষু সমিতির কার্যকরী সভাপতি শিক্ষাবিদ শ্রীমৎ প্রজ্ঞাজ্যোতি মহাথের, ধর্মাদেশনাসহ পূন্যদান করেন শ্রীমৎপ্রিয় বংশ ভিক্ষু, সাধন প্রিয় থের, ধর্মপাল থের, ওই শিক্ষাবিদের নানাহ স্মৃতি চারন করেন কেশন পাড়ের মাষ্টার মতিলাল সিংহ, দুপচর কবিরাজ বাবু আর কে সিংহ, ৪নং কান্দিরপাড় ইউপির ছোট চাঁদপুর ৮নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার প্রার্থী বাবু শিমুল সিংহ, বাবু জীবন সিংহ, বাবু শিপন সিংহ, বাবু দিলীপ সিংহ, বাবু শিপন বড়–ুয়া, রনজিৎ সিংহ, সাবেক পুলিশ কর্মকর্তা বাবু স্বপন বড়–য়া প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন কোঁয়ার, নৈরপাড়, চাঁনগাঁও গ্রামবাসী ও  কোঁয়ার গ্রামের যুব কল্যান সেবক সংঘবৃন্দ। এ অনুষ্ঠানটির সার্বিক আয়োজনে দুপচর গ্রামবাসী দায়ক-দায়িকাবৃন্দ। 
 

ঢাকানিউজ২৪.কম / মশিউর রহমান সেলিম

আরো পড়ুন

banner image
banner image