
ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: ভৈরবে জাতীয় ভােটাধিকার দিবস পালিত হয়েছে। উপজেলা নির্বাচন অফিসের আয়াজনে ও উপজেলা প্রশাসনের সহযােগিতায় দিবসটি উপলক্ষ্যে পরিষদ চত্বরে অনুষ্ঠানের উদ্ধোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাদিকুর রহমান সবুজ।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা, সহকারি কমিশনার (ভূমি) মোঃ জুলহাসঁ হোসেন সৌরভ, পৌরসভার মেয়র আলহাজ্ব ইফতেখার হোসেন বেণু, মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, একাডেমিক সুপার ভাইজার স্বপ্না বেগম।
পরে একটি র্যালী বের হয়ে শহর প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নির্বাচন কর্মকর্তা প্রলয় কুমার সাহা বলেন ১৮ বছর পূর্ণ হলে যে কোন নারী পুরুষ নির্বাচন অফিসে এসে ভোটার হতে পারবে।
এছাড়া তিনি আরো বলেন, এনআইডিতে ভুল থাকলে অনলাইনে আবেদন করে সংশোধন করতে পারবে।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: