
সাকিব আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় গলায় ফাঁস দিয়ে মিজানুর রহমান (৩০) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের গোপীনাথপুর মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজানুর রহমান ওই গ্রামের মো. হেল্লাল মল্লিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে। পরিবারের সবার অজান্তে, নিজের ঘরের আরার সাথে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন মিজানুর রহমান। পরে সকাল সাড়ে ৭টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
তবে প্রাথমিকভাবে নিহতের আত্মহত্যার কারণ সম্পর্কে জানা যায়নি।
এবিষয়ে মুঠোফোনে গোপীনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মতিন মোল্লা (লাভলু) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম জানিয়েছেন, লাশ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এবিষয়ে একটি অপমৃত্যুর মামলা হবে বলে জানান তিনি।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: