• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চট্টগ্রামে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ, উদ্ধার কাজে সেনাবাহিনী


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শনিবার, ০৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১১:০৯ পিএম
ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালায়
প্রশাসন উদ্ধার তৎপরতা চালায়

নিউজ ডেস্ক:    চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকায় সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার অভিযানে যোগ দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল।  

শনিবার বিকেলে বিস্ফোরণ ঘটলে সেখানে ফায়ার সার্ভিস, পুলিশ, নৌবাহিনী ও উপজেলা প্রশাসন উদ্ধার তৎপরতা চালায়। এরপর তাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয় সেনাবাহিনীর সদস্যরাও।

এদিকে একজন অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে ওই কমিটিকে।

এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে সীতাকুণ্ড উপজেলার কদমরসূল এলাকার সীমা অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই ঘটনায় ৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ ছাড়া আরও অন্তত ৩০ জনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম /

আরো পড়ুন

banner image
banner image