• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ফুলবাড়ীতে বিদ্যুতের লোডসেডিং এর বিরুদ্ধে বিক্ষোভ ও অভিযোগ


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২১ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৩ পিএম
বিদ্যুৎতের লোডসেডিং এর বিরুদ্ধে
বিক্ষোভ ও অভিযোগ

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ফুলবাড়ীতে ঘনঘন বিদ্যুতের লোডসেডিং এর কারনে জনজীবন বিপর্যস্থ। অভিযোগে বিক্ষোভ ও প্রতিবাদ জানান উপজেলার খয়েরবাড়ী এলাকাবাসী।  

২১ আগস্ট সকাল ১০টায় উপজেলার খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নবাসী ঐক্যবদ্ধ হয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ফুলবাড়ীস্থ দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২  এর কার্যালয়ের সামনে বিক্ষোভ ও পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম বিপুল কৃষ্ণ মন্ডল বরাবর অভিযোগ করেন।

অভিযোগকারী খয়েরবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর বলেন, উপজেলায় খয়েরবাড়ী ইউনিয়নে ইতিপূর্বে যেভাবে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছিলো সেভাবেই বিদ্যুৎ সরবরাহ করতে হবে। কাউকে বুকে,কাউকে পিঠে এমনভাবে বিদ্যুৎ সরবারহ আমরা মেনে নেবনা। আমরা শুনেছি এই পল্লী বিদ্যুৎ অফিস থেকে উপজেলার অন্যান্য ইউনিয়ন গুলোতে ভালো ভাবেই বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। অথচ আমাদের ইউনিয়নকে অবহেলিত করে রেখেছেন জি.এম সাহেব। আমরা দাবি মানা না হলে আমরা বড় মাপের আন্দোলনের মাধ্যমে এই জি.এমকে এখান থেকে অপসারন করবো।  
 
দিনাজপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জি.এম বিপুল কৃষ্ণ মন্ডল বলেন, গত ১ বড়পুকরিয়া গ্রিডের একটি ট্রান্সফরমারের গত ১৪ তারিখে নষ্ট হওয়ায় আমরা বিদ্যুৎ কম পাচ্ছি তাই বিদ্যুৎ লোড সেডিং বৃদ্ধি পেয়েছে। আগামী ১ মাসের মধ্যে এই সমস্যার সমাধান হবে বলে আমরা প্রত্যাশা করছি।  

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image