শহীদুল ইসলাম শহীদ,পঞ্চগড় : পঞ্চগড়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী সোমবার পালিত হয়েছে। এ উপলক্ষ্যে দলীয় জেলা বিএনপি কার্যালয়ে সংগঠনটির নেতাকর্মীদের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন, রক্তদান কর্মসূচি, র্যালি, আলোচনা সভাসহ নানা কর্মস‚চি পালন করা হয়। ১৯৮০ সালের ১৯ আগস্ট সংগঠনটি প্রতিষ্ঠা করেন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।
পঞ্চগড় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. মাহমুদার রহমান মাহবুবের সভাপতিত্বে ও সদস্য সচিব আনোয়ার হোসেন তাপসের সঞ্চলনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক মো. জহিরুল ইসলাম কাচ্চু, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. তৌহিদুল ইসলাম, অ্যািডভোকেট মোঃ আদম সুফি, মির্জা নাজমুল ইসলাম কাজল, জেলা বিএনপির সদস্য রুবেল পাটোয়ারী, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সাহেব আলী, সদস্য সচিব মো. আতিকুর রহমান বাধন, দপ্তর সম্পাদক জাহানুর রহমান রিপনসহ সকল জেলা, উপজেলা, ইউনিয়নের নেতৃবৃন্দ। বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: