
মোঃ জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধি, বরিশাল : বাকেরগঞ্জ হইতে ডিসি রোড আঞ্চলিক সড়কে বাস সার্ভিসের নতুন সূচনা হল।
১ জুন সকাল ৯ টায় বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাএী নিয়ে একটি বাস ছেড়ে ডিসি রোডে উদ্দেশ্য যায়। নতুন বাস সার্ভিস চালুর মাধ্যমে উপজেলার ১০ টি ইউনিয়নের যাএীদের উপজেলা সদরসহ জেলা শহর বরিশাল সহ যাতায়াতের পথ আরো সুগম হল।
আধা ঘন্টা পর পর বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড থেকে যাএী নিয়ে একটি বাস ছেড়ে যাবে যাএী সাধারণের সুবিধার্থে আরো নতুন স্টপেজ রাখা হয়েছে।
বাকেরগঞ্জ উপজেলা সদর থেকেপূর্বে ১০ টি ইউনিয়ন। এই সমস্ত এলাকার জন সাধারণের দৈনিক অফিস আদালতের কাজকর্ম সারতে কিংবা জরুরী প্রয়োজনে রোগী নিয়া চলাফেরা করতে হয়।কিন্তুু রাস্তা থাকার পরে ভাল কোন যোগাযোগ মাধ্যম ছিল না। তাই ভোগান্তি ছিল চড়মে।
নতুন এই বাস সার্ভিস চালুর মাধ্যমে যাএী সাধারনের এই সমস্যার অবসান হল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: