• ঢাকা
  • শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ১৯ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ডেঙ্গু আক্রান্তে হাসপাতালে ভর্তি ২৮


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ০৪:৪৯ পিএম
হাসপাতালে ভর্তি ২৮
ডেঙ্গু আক্রান্ত

নিউজ ডেস্ক : সারা দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।বর্তমানে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৮ জনে। তবে এসময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি।

বুধবার (১০ মে) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম সই করা ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (৯ মে) সকাল ৮টা থেকে বুধবার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ২৮ জনের মধ্যে ঢাকায় ২৪ জন ও বিভিন্ন জেলা শহরে ৪ জন।
 
গত ১ জানুয়ারি থেকে ১১ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ১৭২ জন। এরমধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৬৬৪ জন ও ঢাকার বাইরে ভর্তি হন ৫০৮ জন। ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৩ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৮৬ জন ও ঢাকার বাইরে ৪৮৭ জন।
 
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। ১ জানুয়ারির থেকে ১০ মে পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ১১ জন।
 
২০২২ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যান দেশের ইতিহাসে রেকর্ড ২৮১ জন। বছরের শেষ মাস ডিসেম্বরে ডেঙ্গুতে ২৭ জনের মৃত্যু হয়। একই সঙ্গে আলোচ্য বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image