
নিউজ ডেস্ক: প্রথম ইউনিটের বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চালুর পর এবার দ্বিতীয় ইউনিটেরও বাণিজ্যিক উৎপাদন শুরু করেছে বেসরকারি বিদ্যুৎকেন্দ্র এসএস পাওয়ার । এই কেন্দ্র থেকে জাতীয় গ্রেডে যুক্ত হলো আরো এক হাজার ৩২০ মেগাওয়াট বিদ্যুত । রোববার( ২২ অক্টোবর) সকাল থেকে বাণিজ্যিক উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে বলে নিশ্চিত করেছে পাওয়ার প্ল্যান্ট কর্তৃপক্ষ ।
গত ১৭ সেপ্টেম্বর দিবাগত রাত ১২ টা ১ মিনিটে এই বিদ্যুৎকেন্দ্রটির প্রথম ইউনিটের বাণিজ্যিক উৎপাদন চালু হয়েছিল । দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদনের ফলে দেশের বেসরকারি মালিকানাধীন সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্রটির দুটি ইউনিটই বাণিজ্যিক উৎপাদন শুরু করল । জাতীয় গ্রিডের চাহিদা অনুসারে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে ।
এসএস পাওয়ার প্ল্যান্টের প্রধান আর্থিক কর্মকর্তা( সিএফও) মো. ইবাদত হোসেন ভূঁইয়া বলেন, ‘ পিডিবি ও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় আমরা এসএস পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের বাণিজ্যিক উৎপাদন শুরু করতে পেরেছি । এখন এই পাওয়ার প্ল্যান্টের দুটি ইউনিটই প্রত্যাশা অনুযায়ী জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হচ্ছে । পিডিবির প্রতিনিধি দল এরই মধ্যে সরেজমিনে প্ল্যান্টের কার্যক্রম দেখেছেন । তারা ঢাকায় ফিরে আমাদের কমার্শিয়াল অপারেশন ডেট( সিওডি) সনদ দেবেন । বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার মাধ্যমে সরকারের সঙ্গে ২৫ বছরের চুক্তি বাস্তবায়নও শুরু হবে ।
সূত্রে জানা গেছে, এক হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার দুই ইউনিটের বাঁশখালীর এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রটি চলতি বছরের ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হয় । বিদ্যুৎকেন্দ্রটিতে ৬৬০ মেগাওয়াট সক্ষমতার দুটি ইউনিট রয়েছে । গত ২৪ মে প্রথম ইউনিট থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হয় এবং দ্বিতীয় ইউনিট পরীক্ষামূলক উৎপাদনে যায় ২৮ জুন । চট্টগ্রাম ভিত্তিক শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ এবং চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি এর যৌথ মালিকানাধীন বিদ্যুৎকেন্দ্র ।
বেসরকারি কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ প্রকল্পটি ২ দশমিক ৬ বিলিয়ন ইউএস ডলার অর্থাৎ ২৮ হাজার কোটিরও ব্যয়ে নির্মাণ করা হয়েছে । এর মধ্যে এস আলম গ্রুপের অংশীদারিত্বে পরিমাণ ৭০ শতাংশ এবং বাকি ৩০ শতাংশের মালিকানায় রয়েছে চীনা কোম্পানি সেপকো থ্রি ও এইচটিজি ।
উল্লেখ্য, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড( বিপিডিবি) ও এসএস পাওয়ারের মধ্যে চুক্তি সইয়ের পর ২০১৬ সালে এস এস পাওয়ার প্ল্যান্টের কাজ যৌথভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের রাষ্ট্রপতি শি জিনপিং । কার্যক্রম শুরু পর অন্যান্য বিদ্যুৎ প্রকল্পের তুলনায় খুব দ্রুতই সফলভাবে পুরোপুরি উৎপাদনে এসেছে এসএস পাওয়ার প্ল্যান্ট ।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: