
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি : দিনাজপুরে শক্তি ফাউন্ডেশন ৩১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে গ্রীন ইনিশিয়েটিভ প্রকল্পের মাধ্যমে সবুজায়নের শক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের ৫৫ টি জেলায় তিন হাজার একশ টি বৃক্ষরোপণের পরিকল্পনা হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় ৪ এপ্রিল-২০২৩ মঙ্গলবার বেলা ১২ টায় শক্তি ফাউন্ডেশন দিনাজপুর সদর শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি দিনাজপুরের নবাগত জেলা প্রশাসক শাকিল আহমেদ।
এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জয়নুল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরী, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রমিজ আলম, শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডিরেক্টর মোঃ আবুল হাশেম মজুমদার, এরিয়া সুপারভাইজার কাহারুল ইসলাম বসুনিয়া, আইসিটি সাপোর্ট ইঞ্জিনিয়ার মোঃ সোহেল রানা, ব্রাঞ্চ ম্যানেজার মোঃ জাহানুর আলম ও আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদীসহ শক্তি ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
বৃক্ষরোপণ শেষে শক্তি ফাউন্ডেশনের ডেপুটি ডাইরেক্টর মোঃ আবুল হাশেম মজুমদার বলেন শক্তি ফাউন্ডেশন ৩১ তম বর্ষে সবুজায়নের শক্তি এ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃক্ষরোপণ প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের উনয়ন ঘটাতে ও অন্যকে উদ্ভূদ্ধকরনের কাজে আসবে অন্যদিকে টেকসই উন্নয়ন অর্জনে বিশেষ ভূমিকা পালন করবে এবং জলবায়ু পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: