• ঢাকা
  • শনিবার, ৭ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তিন ডিআইজি প্রিজন্স ও দুই জেল সুপারকে বদলি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:১১ এএম
ডিআইজি প্রিজন্স ও জেল সুপারকে বদলি
স্বরাষ্ট্র মন্ত্রণালয়

নিউজ ডেস্ক : ৩ কারা উপমহাপরিদর্শক (ডিআইজি প্রিজন্স) ও ২ জ্যেষ্ঠ জেল সুপারকে বদলি করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগ থেকে বদলির এ প্রজ্ঞাপন জারি করা হয়।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ আবু সাঈদ মোল্লা।

বদলি করা তিন কারা উপমহাপরিদর্শকের মধ্যে চট্টগ্রাম বিভাগের কারা উপমহাপরিদর্শক এ. কে. এম. ফজলুল হককে ঢাকা বিভাগে, রংপুর কারা উপমহাপরিদর্শক মো. আলতাব হোসেনকে চট্টগ্রাম বিভাগে এবং ঢাকা বিভাগের কারা উপমহাপরিদর্শক মোহাম্মদ তৌহিদুল হককে রংপুর বিভাগে বদলি করা হয়েছে।
 
আর জ্যেষ্ঠ জেল সুপারের মধ্যে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার মো. আব্দুল আজিজকে রাজশাহী কেন্দ্রীয় কারাগারে ও রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার সুব্রত কুমার বালাকে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বদলি করা হয়েছে।

এর আগে রোববার (২০ নভেম্বর) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালত চত্বর থেকে দুই জঙ্গিকে ছিনিয়ে নেয়া হয়। তারা হলেন: মইনুল হাসান শামীম ও আবু সিদ্দিক সোহেল। তারা প্রকাশক দীপন হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image