নিজস্ব প্রতিবেদক : ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে মারধরের ঘটনায় বিভাগীয় তদন্ত কমিশন করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের এই কমিশন গঠনের জন্য ফাইল উপস্থাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) এই কমিশন অনুমোদন হবে বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্টরা।
উল্লেখ্য, গত সোমবার (১৭ জুলাই) ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনের শেষ মুহূর্তে বিকালে কেন্দ্র পরিদর্শন করতে গেলে বনানী বিদ্যানিকেতনের বাইরে স্বতন্ত্রপ্রার্থী আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা। এ পর্যন্ত এ ঘটনায় ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: