• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চলে গেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের সাবেক কর্মকর্তা সুশীল কুমার দত্ত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০৬ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৮:৩৭ পিএম
চলে গেলেন
প্রকৌশলী সুশীল কুমার দত্ত

নিজস্ব প্রতিবেদক : পরলোকে শ্রী শ্রী কদমতলা কালী ও শিব মন্দিরের সাধারণ সম্পাদক সুশীল কুমার দত্ত। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। 

মঙ্গলবার ৬ আগস্ট ২০২৪ ইং তারিখ সকাল ৭ টা বেজে ৩০ মিনিটে পুরান ঢাকার সূত্রাপুর থানার অধীন ১১ নং ঠাকুর দাস লেনের নিজ বাস ভবনে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি রেখে গেছেন দুই মেয়ে, এক ছেলে এবং ছেলের স্ত্রী চয়ন দে ও স্ত্রী শিবানী রানী দত্ত কে। মৃতের দুই মেয়ে পুতুল ও নীলিমা যুক্তরাষ্ট্র নিবাসী। ছেলে সুমন দত্ত সাংবাদিক ঢাকা নিউজ২৪-এর  চিফ রিপোর্টার। 

সুশীল কুমার দত্ত ১৯৪১ সনে জন্ম। মুক্তিযুদ্ধে তিনি পুরান ঢাকায় ভারতীয় সেনা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়কের ভূমিকা পালন করেছিলেন। তিনি ছিলেন একজন প্রকৌশলী। কর্মজীবনে তিনি প্রথম লুইস বার্জারে কাজ করেন। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগে যোগ দেন। সেখানে তিনি সিনিয়র টেকনিক্যাল অফিসার হিসেবে ২০০১ সালে অবসর গ্রহণ করেন। বার্ধক্যজনিত ও দীর্ঘ ১ মাস ইনফেকশন জনিত রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সুশীল কুমার দত্তের পারলৌকিক ক্রিয়া ১৬ দিন বাদে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে তার ছেলে সুমন দত্ত। তার বিদেহী আত্মার সদ্গতি কামনা করে সবার কাছে প্রার্থনার অনুরোধ জানিয়েছেন মৃতের পরিবারের সদস্যরা।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image