• ঢাকা
  • সোমবার, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ; ২৭ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

তালেবানকে হুঁশিয়ারি বাইডেনের


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: মঙ্গলবার, ০১ ফেরুয়ারী, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:০১ পিএম
তালেবানকে বাইডেনের হুঁশিয়ারি
প্রেসিডেন্ট জো বাইডেন

আন্তর্জাতিক ডেস্ক: মার্কিন নৌবাহিনীর কর্মকর্তা মার্ক ফ্রেরিখসকে ছেড়ে দিতে তালেবানের প্রতি আহ্বান জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

ইলিনয়ের লমবার্ডের একজন নির্মাণ প্রকৌশলী ও ঠিকাদার ছিলেন মার্ক ফ্রেরিখস। আফগানিস্তানে বিভিন্ন প্রকল্পের সঙ্গে জড়িত ছিলেন তিনি। তালেবানের হাক্কানি নেটওয়ার্ক তাকে জিম্মি করে রেখেছে বলে ধারণা করা হচ্ছে।

সোমবার (৩১ জানুয়ারি) মার্ক ফ্রেরিখসকে অপহরণের দ্বিতীয় বার্ষিকীতে বাইডেন বলেন, আমেরিকানদের নিরাপত্তা কিংবা যে কোনো বেসামরিক নাগরিককে হুমকি দেওয়া অগ্রহণযোগ্য। কোনো হুমকিই আমরা মেনে নেব না। একজন মার্কিন নাগরিককে এভাবে জিম্মি করে রাখায় তালেবানের কাপুরুষতা ও নৃশংসতাই প্রকাশিত হয়।

তিনি আরও বলেন, তালেবান সরকারের বৈধতা পাওয়ার যে কোনো আকাঙ্ক্ষার আগে তাকে অতিসত্বর ছেড়ে দিতে হবে। এটি কোনো আলোচনার বিষয় না। মার্কের মুক্তির বিষয়টিকে আলোচনার ইস্যু করা যাবে না।

এই প্রকৌশলী পরিবারের অভিযোগ, তার মুক্তির বিষয়টি নিয়ে আফগান সরকারের সঙ্গে আলোচনাই করছে না যুক্তরাষ্ট্র সরকার। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের একটি পত্রিকাকে তার বোন ফের ভাইয়ের মুক্তির বিষয়টি নিয়ে মুখ খোলেন।

বাইডেনকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিষয়টির দ্রুত মীমাংসা করতে হবে। তার পরেই তালেবান সরকারকে কার্যত হুমকি দিয়েছেন বাইডেন।

বাইডেন চূড়ান্ত হুঁশিয়ারি দিলেও বন্দি মার্কের মুক্তি নিয়ে তালিবানের তরফে এখনও পর্যন্ত কোনও বিবৃতি দেওয়া হয়নি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image