জাকারিয়া মিঞা, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সামাজিক দুরত্ব বজায় রেখে গরীব ও অসহায় মানুষদের মাঝে সাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করেছে।
বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ৩০ তম ইনফেন্ট্রি ব্যাটালিয়ন ১৪ অক্টোবর বৃহঃবার দুপুর ১২ টায় ফুলবাড়ী ডিগ্রি কলেজ মাঠে এ ত্রাণ বিতরণ করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা ও লবণ।
এসময় উপস্থিত ছিলেন মেজর শামীম রহমান, সিনিয়র ওয়ারেন্ট অফিসার শেখ মাহাবুবুল মুর্শেদ, সার্জেন্ট গোলাম কিবরিয়াসহ সেনা সদস্যরা।
মেজর শামীম রহমান জানান, করোনা পরিস্থিতি মোকাবেলায় ৩১৪ জনের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে। যারা দরিদ্র ও দুস্থ তাদের মধ্যে মূলত এ কার্যক্রম পালিত হয়েছে। সামনে বিভিন্ন প্রতিকুল পরিস্থিতিতে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
আপনার মতামত লিখুন: