
ডেস্ক রিপোর্টার: গণতন্ত্রের মানসপুত্র উপমহাদেশের স্বনামধন্য রাজনীতিবিদ আন্তর্জাতিক আইনজ্ঞ অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর রবিবার ৫৮তম মৃত্যুবার্ষিকীতে গণফোরাম বিনম্র শ্রদ্ধা জানায় এবং মহান নেতার আত্মার মাগফেরাত কামনা করেন।
এক যৌথ বিবৃতীতে গণফোরাম সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মোহসীন মন্টু ও সাধারণ সম্পাদক সিনিয়র এডভোকেট সুব্রত চৌধুরী বলেন তিনি সারাজীবন গণমানুষের মুক্তির জন্য সংগ্রাম করেছেন। এই মহান নেতা বাঙ্গালী জাতীয়তাবাদ এর স্বপ্নদ্রষ্টা মহান মুক্তিযুদ্ধের অন্যতম রূপকার ছিলেন। দুঃখজনক হলেও সত্যি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর দেখানো পথ হতে দেশ যোজন যোজন দূরে সরে গেছে তবুও আমরা তার দেখানো পথ ধরে এগিয়ে চলে বর্তমান দুঃশাসন হটিয়ে জনগণের শাসন প্রতিষ্ঠায় অঙ্গীকারবদ্ধ।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: