• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

পুলিশের গুলিতে মায়ের কোলের শিশু নিহত


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ জুলাই, ২০২২ খ্রিস্টাব্দ, ০৮:৩৯ এএম
শিশু
ঘটনাস্থলে নিহত শিশুর ছবি

নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ইউপি নির্বাচনে সহিংসতার ঘটনায় পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশ কর্মকর্তাকে তাৎক্ষণিকভাবে অবরুদ্ধ করে রাখা হয়।

বুধবার (২৭ জুলাই) সন্ধ্যা সাতটার দিকে উপজেলার বাচোর ইউনিয়নের ভাংবাড়ি ভিএফ নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে সহিংসতার এ ঘটনা ঘটে। নিহত ওই শিশুর নাম আশা। মিডডাঙ্গী বাজার এলাকার মো. বাদশার মেয়ে সে।

এদিকে, পুলিশের গুলিতে মায়ের কোলে থাকা শিশুর মৃত্যুর ঘটনায় সন্ধ্যায় তার মরদেহ নিয়ে অবরোধ করেছেন শিশুটির আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ভোটের ফলাফল জানতে শিশুটিকে কোলে নিয়ে ওই কেন্দ্রে যান তার মা। এ সময় ফলাফল ঘোষণাকে কেন্দ্র করে ইউপি সদস্য প্রার্থী জলিল ও ফয়জুল ইসলামের সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ গুলি ছোড়ে। এ সময় মায়ের কোলে থাকা ওই শিশুর মাথায় গুলিটি লাগে। এতে মাথা ছিন্ন-বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

সহিংস পরিস্থিতির বর্ণনা দিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহেল সুলতান জুলকার নাইন কবির বলেন, নির্বাচনের ফলাফল ঘোষণার পরে পরাজিত প্রার্থীর সমর্থকেরা ভোট গ্রহণের দায়িত্বে থাকা ব্যক্তিদের ওপরেও হামলা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলি ছোঁড়ে পুলিশ। ওই গুলিতেই নিহত হয় শিশুটি।

রাণীশংকৈল থানার তদন্ত বিভাগীয় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ জানান, এ ঘটনায় রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এক উপ-পরিদর্শক (এসআই) ও এক কনস্টেবলকে অবরুদ্ধ করে রেখেছে গ্রামবাসী। তাদেরকে উদ্ধার করতে অতিরিক্ত পুলিশ ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে। সূত্র, ভোরের কাগজ

ঢাকানিউজ২৪.কম / এসডি

আরো পড়ুন

banner image
banner image