
সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের দেওয়ানগঞ্জে ১৫ কেজি গাঁজাসহ মোস্তাফিজুর রহমান (২০) ও মানিক মিয়া (১৮) কে আটক করেছে পুলিশ। রোববার (২৭ ফেব্রুয়ারী) রাতে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে অভিযান চালিয়ে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে, রোববার রাতে সানন্দবাড়ী মধ্যপাড়া গ্রামে জাহাঙ্গীর আলমের বসত ঘরে তল্লাশি চালিয়ে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেন সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনর্চাজ জোয়াহের হোসাইন খান। আটককৃত মাদক কারবারিরা সানন্দবাড়ী মধ্যপাড়ার জাহাঙ্গীর আলমের ছেলে।
দেওয়ানগঞ্জ মডেল থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, আটককৃর্ত মাদক কারবারিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। সোমবার (২৮ ফেব্রুয়ারী) তাদের জামালপুর আদালতে প্রেরণ করা হবে বলে জানা যায়।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: