
নিউজ ডেস্ক : কৃষি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি বলেছেন, বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে ক্ষুধামুক্ত সূচকে শূন্যের কোঠায় চলে আসবে। এ সময় দেশ খাদ্য উৎপাদনে এগিয়ে যাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে গ্লোবাল হাঙ্গার ইনডেক্স ২০২২ রিপোর্ট প্রকাশ অনুষ্ঠানে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম।
ক্রমান্বয়ে খাদ্য উৎপাদনে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ‘খুব শিগগিরই দেশ ক্ষুধামুক্ত হবে।’
রিপোর্টে বলা হয়, গত কয়েক দশক ধরে বাংলাদেশের অগ্রগতি একই রকম এবং এখন ক্ষুধাসূচকে মাঝারি হিসেবে বিবেচিত হচ্ছে। যদিও দেশটি বিগত বছরগুলোর তুলনায় দৃশ্যমান উন্নতি দেখিয়েছে।
কনসার্ন ওয়ার্ল্ডওয়াইড ও ওয়েল্ট হাঙ্গার হিলফ যৌথভাবে বিশ্ব ক্ষুধা সূচক-২০২২ রিপোর্টটি প্রকাশ করে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: