নিউজ ডেস্ক: রাওয়ালপিন্ডি টেস্টে বাংলাদেশের ৫৬৫ রান সংগ্রহ । সাবলীল ব্যাটিংয়ে ৩৪১ বলে ১৯১ পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল।দুই ব্যাটারের ব্যাটে ভর করে ১৬৮ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৫৬৫ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। মুশফিক ১৯১ রানে কেচ আউট হয়, মিরাজ ৬৪ রানে অপরাজিত আছেন।
রাওয়ালপিন্ডি টেস্টের তৃতীয় দিনে অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন সাদমান ইসলাম। ৯৩ রানে কাঁটা পড়েন এই টাইগার ওপেনার। তবে সেই ভুল করলেন না অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম। টেস্টের চতুর্থ দিনে সেঞ্চুরির দেখা পেয়েছেন তিনি। ২০০ বলে সেঞ্চুরি করেছেন মিস্টার ডিপেন্ডেবল। টেস্টে ক্যারিয়ারে এটি মুশফিকের ১১তম সেঞ্চুরি।
পাকিস্তানে প্রথম ইনিংসে করা ৪৪৮ রানের ভালোই জবাব দিচ্ছে বাংলাদেশ। চার টাইগার ব্যাটারের ফিফটিতে তৃতীয় দিন শেষে ৫ উইকেট হারিয়ে ৩১৬ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ফিফটি করেছেন সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম ও লিটন দাস।
তৃতীয় দিনে মুশফিক ৫৫ ও লিটন দাস ৫২ রানে অপরাজিত ছিলেন। চতুর্থ দিনে খেলতে নেমে শুরুতেই সাজঘরে ফিরে যায় লিটন। দলীয় ৩৩২ রানে ৭৮ বলে ৫৬ রানে আউট হন লিটন।
লিটনের বিদায়ের পর ক্রিজে আসেন মেহেদি হাসান মিরাজ। তাকে সঙ্গে নিয়ে ধীরগতিতে খেলতে থাকেন মুশফিক। সময়ের সঙ্গে রানের চাকা সচল রাখেন এই দুই ব্যাটার।
সাবলীল ব্যাটিংয়ে ৩২২ বলে ১৮১ পূর্ণ করেন মিস্টার ডিপেন্ডেবল। এরপরই ৭৭ রান ১৭৯ বলে আউট হয় মিরাজ।
ঢাকানিউজ২৪.কম / এইচ
আপনার মতামত লিখুন: