
নিউজ ডেস্ক: ভারতে ও শ্রীলংকায় অতিবৃষ্টিতে অন্তত ৪১ জনের প্রাণহানি ঘটেছে। তাদের বেশিরভাগের মৃত্যু হয়েছে পানিতে ডুবে। তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিনে পরিস্থিতির উন্নতি ঘটবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়, ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী কয়েকদিন ভারি বৃষ্টি কমে আসবে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে মাঝারি বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে। এতে নিচু এলাকাগুলোতে সাময়িক বন্যা দেখা দিতে পারে।
শ্রীলংকার আবহাওয়া বিভাগের পূর্বাভাস অনুযায়ী নিম্নচাপ সরে গিয়ে আজ বৃহস্পতিবার থেকে বৃষ্টিপাতের পরিমাণ কমে যাবে। আবহাওয়াবিদ প্রদীপ জন বলেন, সবচেয়ে খারাপ পরিস্থিতি পার হয়েছে। বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কখনও বেশ সময় পর পর বৃষ্টি হচ্ছে। এতে বিপদের কিছু নেই।
দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে, শ্রীলংকায় সাম্প্রতিক অতিবৃষ্টিতে ২৫ জনের মৃত্যু হয়েছে, যার বেশিরভাগই পানিতে ডুবে। এছাড়া ভূমি ধসে আহত হয়েছেন অন্তত ৫ জন।
এদিকে ভারতের তামিল নাড়ুতে ১৬ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী কেকেএসএসআর রামচন্দ্র। ভারতের শিল্প উৎপাদনের কেন্দ্র বিবেচিত রাজ্যের রাজধানী চেন্নাইয়ে জলাবদ্ধতা হয়ে পড়েছে। সরকারের কর্মকর্তারা কোনো কোনো এলাকার কোমর সমান পানি নিষ্কাশনে পাম্প ব্যবহার করছেন।
ঢাকানিউজ২৪.কম /
আপনার মতামত লিখুন: