• ঢাকা
  • শনিবার, ৬ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২০ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে রাশিয়া


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ০১:২৫ পিএম
বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে
বাংলাদেশ-রাশিয়া

নিউজ ডেস্ক : ঢাকায় নিযুক্ত রাশিয়ান ফার্স্ট সেক্রেটারি ম্যাক্সিম ডোবরোকোটভ জানিয়েছেন, বাংলাদেশ-রাশিয়া বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট থাকবে।

শুক্রবার (২৪ মার্চ) বাংলাদেশ-রাশিয়ার কূটনীতিক সম্পর্ক স্থাপনের ৫১ বছর পূর্তিতে রাজধানীর সেরোভ অ্যাকাডেমি অব ফাইন আর্টসে মাসব্যাপী চিত্রকলা প্রর্দশনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন তিনি।

তিনি বলেন, ৫১ বছর আগে বঙ্গবন্ধুর নেতৃত্বে বাংলাদেশ ও তৎকালীন সোভিয়েত ইউনিয়নের মধ্যে যে বন্ধুত্বের সৃষ্টি হয়েছিল, তা সব সময় বজায় রাখবে রাশিয়া।

বাংলাদেশের উন্নয়ন সহযোগী হয়ে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে ম্যাক্সিম ডোবরোকোটভ বলেন, ইউক্রেন পরিস্থিতির কারণে বাংলাদেশ-রাশিয়া সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। রূপপুরসহ সব উন্নয়ন প্রকল্পগুলো ঠিকভাবে চলবে।

যুদ্ধ অবস্থার জন্য সৃষ্ট সাময়িক সমস্যা শিগগিরই সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন ঢাকাস্থ রুশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image