জালাল উদ্দিন মন্ডল, নান্দাইল প্রতিনিধিঃ উপজেলা নান্দাইলের চরকামাটখালী গ্রামের নূরুল উলুম কওমী মাদ্রাসার এক ছাত্র ফাঁসিতে আত্মহত্যা করেছে।
জানা যায়, উপজেলার চরকামাটখালী নূরুল উলুম কওমী মাদ্রাসা ও মসজিদ এর অধ্যায়নরত ছাত্র মোঃ আরিফুল (১৫) গত শুক্রবার ( ৪ আগস্ট) দিবাগত শেষরাতে কোন এক সময়ে মাদ্রাসা ও মসজিদের মিনারের সাথে গলায় ধরি লাগিয়ে ফাঁসিতে আত্মহত্যা করেছেন। নিহত আরিফুল নান্দাইল উপজেলারর খারুয়া ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল মালেকের পুত্র। এব্যাপারে মাদ্রাসার শিক্ষকরা জানান আরিফুল প্রতিদিনের ন্যায় রাতের খাবার খেয়ে মাদ্রাসার সহপাটিদের সাথে ঘুমাইতে যায়। রাতের কোন এক সময় গোপনে মাদ্রাসা ও মসজিদের ছাদের মিনারের সাথে ধরি দিয়ে আত্মহত্যা করে। স্থানীয় অনেকের ধারনা পড়ালেখার চাপে হয়ত সে আত্মহত্যা করে থাকতে পারে। নান্দাইল মডেল থানার পুলিশ নিহত ছাত্রের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছেন।
থানার অফিসার ইনচার্জ রাশেদুজ্জামান জানান নিহত ছাত্রের ঘটনার বিষয়ে অন্নকিছু বিষয় আছে কিনা তা উৎঘাটনে যথাযথভাবে দতন্দ করা হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: