• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে অনুদানের চেক হস্তান্তর


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ২০ নভেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ০২:৫৪ পিএম
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে
অনুদানের চেক হস্তান্তর

বিজয় কর রতন, মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধিঃ কিশোরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল হতে অনুদান প্রাপ্ত জটিল ও অনিরাময়যোগ্য রোগে আক্রান্ত বিভিন্ন উপজেলার ৩১ জনের মাঝে প্রায় ১ কোটি টাকার চেক হস্তান্তর  করা হয়েছে। রবিবার (২০ নভেম্বর) সকালে জেলা শিল্পকলা একাডেমীতে এ চেক বিতরণ করেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী কৃষিবিদ মসিউর রহমান হুমায়ুন।

জেলা আ.লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এনায়েত করিম অমির পরিচালনায় চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতি,জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এড. জিল্লুর রহমান,জেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম আসমা,সাধারণ সম্পাদক বিলকিস বেগম,কিশোরগঞ্জ পৌর মেয়র পারভেজ,জেলা আ.লীগের শিল্প ও বানিজ্য সম্পাদক বাদল রহমান, হোসেনপুর উপজেলা আ.লীগের সভাপতি জহিরুল ইসলাম ইসলাম নুরু হোসেন পৌর মেয়র আব্দুল কাইয়ুম খোকন,কটিয়াদি পৌর মেয়র শুক্কুর মাহমুদ,জেলা আ.লীগের ধর্ম সম্পাদক মাসুম খান,জেলা কৃষকলীগের সভাপতি আহমদ উল্লাহ,সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা তাতী লীগের সভাপতি ইব্রাহীম খলিল,কেন্দ্রীয় মহিলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক রানু,কেন্দ্রীয় কৃষকলীগের সদস্য আক্তারুজ্জামান শিপন,জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক তাসলিমা ইসলাম সুইটি, জেলা মৎজীবী লীগের সভাপতি আহসান উল্লাহ, সাধারণ সম্পাদক কামাল, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ উমান খান প্রমুখ। এ সময় বিভিন্ন শ্রেণী পেশা, সুধীজন, সাংবাদিকবৃন্দ, চেক প্রাপ্ত উপকারভোগীরা উপস্থিত থেকে অনুভূতি ব্যাক্ত করেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image