• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৪ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০২:৫৬ পিএম
নতুন কর্মসূচি ঘোষণা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

নিউজ ডেস্ক : চলমান অসহযোগ আন্দোলনের মধ্যেই সোম ও মঙ্গলবার নতুন কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

ফেসবুকে নিজের আইডিতে এক পোস্টে রোববার (৪ আগস্ট) দুপুরে নতুন কর্মসূচি ঘোষণা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম।
 
সোমবারের (৫ আগস্ট) কর্মসূচি :
 
* সারা দেশে শহীদ স্মরণে শহীদ হওয়ার স্থানসমূহে শহীদ স্মৃতিফলক উন্মোচন।

* ঢাকায় বেলা ১১টায় শাহবাগে শ্রমিক সমাবেশ।

* সারা দেশে বিক্ষোভ ও গণ-অবস্থান
 
* বিকেল ৫টায় শহীদ মিনারে নারী সমাবেশ

মঙ্গলবারের ৬ আগস্ট :
 
‘লংমার্চ টু ঢাকা’ শিরোনামে সারা দেশের ছাত্র-নাগরিক-শ্রমিকদের ঢাকায় আসার আহ্বান।

* দুপুর ২টায় শাহবাগে জমায়েত
 
আন্দোলনকারীদের উদ্দেশে তিনি বলেন, ‘সকল পাড়ায়, গ্রামে, এলাকায়,  উপজেলা, জেলায় ছাত্রদের নেতৃত্বে সংগ্রাম কমিটি গঠন করুন।’

এ সমন্বয়ক আরও বলেন, ‘যদি ইন্টারনেট ক্র্যাকডাউন হয়, আমাদেরকে গুম, গ্রেফতার, খুনও করা হয়, যদি ঘোষণা করার কেউ না-ও থাকে; এক দফা দাবিতে সরকার পতন না হওয়া পর্যন্ত সবাই রাজপথ দখলে রাখবেন এবং শান্তিপূর্ণভাবে অসহযোগ আন্দোলন অব্যাহত রাখবেন।’

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image