
হেলালুর রহমান জুয়েল, চাটমোহর (পাবনা) প্রতিনিধি: পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা সরদার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন (৮২) বৃহস্পতিবার সকাল ১১টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, ৩ ছেলে, ৫ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। পারিবাকি সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন বেশ কিছুদিন যাবত শ্বাসকষ্টসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
বৃহস্পতিবার বিকেল ছাইকোলা বাজার ঈদগাহ ময়দানে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয় এবং নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে রাষ্ট্রীয় মর্যাদায় স্থানীয় করবস্থানে দাফন করা হয়।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: