গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের গৌরীপুরে আওয়ামী লীগ সরকারের সময়কালে গঠিত শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি ও অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও স্মারকলিপি দেয়া হয়েছে।
রবিবার (১৮আগস্ট) ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ এর নেতৃত্বে পৌর শহরে মিছিল শেষে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করে।
উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে তার কার্যালয়ের সহকারি প্রশাসনিক কর্মকর্তা হৃদয় হাসান স্মারকলিপিটি গ্রহণ করেন।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য দেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য ও সাবেক ইউপি চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহীদ, ময়মনসিংহ উত্তর মহিলা দলের সভাপতি তানজীন চৌধুরী লিলি গৌরীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আলী আকবর আনিছ, সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ভূইয়া এনাম, উত্তর জেলা যুবদলের সহসভাপতি শহিদুল হক মিল্টন, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুজ্জামান সোহেল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোখলেছ উদ্দিন জুয়েল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুল কাদির প্রমুখ।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাকিল আহমেদ বলেন, স্মারকলিপি পেয়েছি। শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটি বাতিলের প্রসঙ্গে নীতিমালা অনুযায়ী তদন্ত করে এটা অধিদপ্তরে জানাবো ও নীতিমালা মেনে আইনগত পদক্ষেপ নেবো।
পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে অভিযোগ পেয়েছি। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে তদন্ত করতে বলা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: