
ডেস্ক রিপোর্টার: প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠায় জবাবদিহিমূলক বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সমঝোতার ভিত্তিতে সব দেশের সঙ্গে কাজ করার জন্য প্রস্তুত বাংলাদেশ।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে মুজিবশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকায় আয়োজিত বিশ্ব শান্তি সম্মেলনের সমাপনী পর্বের বক্তব্যে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, বিশ্বের চরম সংকটময় পরিস্থিতিতে অস্ত্র প্রতিযোগিতায় সম্পদ ব্যয় না করে তা সার্বজনীন টেকসই উন্নয়ন অর্জনে ব্যবহার করতে হবে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: