
গিয়াস উদ্দিন রনি, নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো.মুজাহিয়া চৌধুরী মাহিম (১৭ মাস) বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (২৮ সেপ্টম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার ধানসিঁড়ি ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের উত্তর জগদানন্দ গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু মো.মুজাহিয়া চৌধুরী মাহিম একই গ্রামের মামুন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর দেড়টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের পাশে থাকা প্রজেক্টের পাড়ে যায় মাহিম। এসময় মাহিম প্রজেক্টের পুকুরে পড়ে নিখোঁজ হয়। পরিবারের লোকজন অনেকক্ষণ না দেখে তাকে খোঁজাখুঁজি করে। এরই এক পর্যায়ে প্রজেক্টের পুকুরের পানিতে মাহিমকে ভাসতে দেখে তার মা। পরে তারা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের অজান্তে পানিতে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে। তবে এ বিষয়ে নিহতের পরিবার থানায় কোনো অভিযোন করেনি। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কবিরহাট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: