
ডেস্ক রিপোর্টার : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, নির্বাচনের আগে সরকার বিদ্যুতের দাম বাড়াতে চায় না। সোমবার (২৯ মে) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত ‘এফবিআরবি ডায়ালগ বাজেট ২০২৩-২৪: চ্যালেঞ্জেস অ্যান্ড এক্সপেকটেশনস ফর ইনভেস্টর ইন পাওয়ার অ্যান্ড এনার্জি সেক্টর’ কর্মসূচিতে এ কথা জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, নির্বাচনের আগে বিদ্যুতের দাম বাড়াতে না চাইলেও এ খাতে অতিরিক্ত করভার কমাতে এনবিআরকে প্রস্তাব দেয়া হয়েছে। বাজেটে তার প্রতিফলন পাবার আশা করছে মন্ত্রণালয়।
বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কিছুদিন ধৈর্য ধরতে দেশবাসীকে আহ্বান জানান জ্বালানি প্রতিমন্ত্রী।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: