
প্রতিমা দত্ত: আমেরিকার ওকলাহোমা স্টেটে সরস্বতী পূজার আয়োজন করেছে বিদিশা নামে একটি বাঙালী সংগঠন। ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের সনাতন হিন্দু ধর্মাবলম্বীদের গড়া এই সংগঠন দুর্গা পূজারও আয়োজন করে থাকে।
তাদের আয়োজনের একটি বিশেষ দিক হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মঞ্চ নাটক তার অন্যতম।
গ্রেটার টালসার হিন্দু মন্দিরে শনিবার ২৮ জানুয়ারি সরস্বতী পূজা হয়।
উপমহাদেশে ২৬ জানুয়ারি সরস্বতী পূজা হলেও প্রবাসে বেশিরভাগ হিন্দু ধর্মানুসারী চাকরি জীবী হওয়ার কারণে তারা শনিবারকেই বেছে নিয়েছিলেন পূজার জন্য।
বহু বাঙালী হিন্দু পরিবারের মিলন মেলায় পরিণত হয় পূজার স্থান। নাচ গান কবিতা আবৃত্তি মধ্য দিয়ে শেষ হয় পূজার অনুষ্ঠান। গ্রেটার টালসার সরস্বতী পূজার খবর ও ছবি পাঠিয়েছেন প্রতিমা দত্ত।
ঢাকানিউজ২৪.কম / এসডি
আপনার মতামত লিখুন: