
আহমাদ গালিব, ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষেরঅনার্স (সম্মান) প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগকে শর্ত প্রেরণের নির্দেশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
মঙ্গলবার (০৪ এপ্রিল) রেজিস্ট্রার এইচ এম আলীহাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানাযায়। অফিস আদেশেভর্তি প্রক্রিয়া বিষয়ে বিভাগীয় শর্ত প্রেরণের জন্য নির্দেশ দেয়া হয়। আগামী ১১ এপ্রিল অফিস চলাকালীন সময়ের মধ্যে সকল বিভাগ সমূহকে পরবর্তী শিক্ষা বর্ষের শিক্ষার্থী ভর্তির জন্য বিভাগের শর্তসমূহ উক্ত বিভাগের একাডেমিক কমিটির সুপারিশসহ রেজিস্ট্রার অফিসে প্রেরণ করতে বলা হয়েছে।
এবিষয়ে আইন বিভাগের সভাপতি অধ্যাপক ড. রেবা মন্ডল বলেন, চিঠিটি বুধবার হাতে পেয়েছি। যেহেতু আগামী দুইদিন বিশ্ববিদ্যালয় ছুটি থাকবে তাই আমরা পরবর্তী কার্যদিবসে (শনিবার) বিষয়টি নিয়ে বিভাগীয় একাডেমিক কমিটিতে আলোচনা করবো। তারপর কমিটির মতামত অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে তা রেজিস্ট্রার অফিসে পাঠাবো। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি গ্রহন নিয়ে জানতে চাইলে তিনি বলেন, বিভাগে প্রেরিত নোটিশে গুচ্ছ বানিজ্য পদ্ধতি নিয়ে উল্লেখ না থাকায় এমুহূর্তে কিছুবলতে পারছি না।
অন্যদিকে ফলিত রসায়ন ও কেমি কৌশল বিভাগের সভাপতি অধ্যাপক ড. শরিফ আল-রেজা বলেন, আমরা বিভাগীয় শর্ত প্রেরণের জন্য চিঠি পেয়েছি। আগামী শনিবার (০৮ এপ্রিল) একাডেমিক কমিটির মিটিংয়ে এ বিষয়ে আলোচনা করবো এবং ১১ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে আমাদের শর্ত প্রেরণ করবো।তাছাড়া বিশ্ববিদ্যালয়ের পরবর্তী বর্ষেও ভর্তির ব্যাপারে জানতে চাইলে তিনি জানান, যথাসম্ভব মনে হচ্ছে বিশ্ববিদ্যালয় নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষার দিকেই এগোচ্ছে। কারন গুচ্ছ প্রক্রিয়ার আগে ভর্তি পরীক্ষার সময়ে আমাদের কাছে এরূপ শর্ত প্রেরণের চিঠি দিয়েছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: