
ডেস্ক রিপোর্টার: স্বাগতিক নিউজিল্যান্ডের বিপক্ষে ২ ম্যাচ সিরিজের শেষ টেস্টে কাল মাঠে নামবে বাংলাদেশ।
প্রথম ম্যাচটা জিতে ফেশ ফুরফুরে মেজাজে টাইগাররা। এই ম্যাচটা ড্র হলেই কিউইদের মাটি থেকে ট্রফি নিয়ে ফিরতে পারবে টিব বাংলাদেশ। ক্রাইস্টচার্চে খেলা শুরু ভোর ৪টায়।
টাইগাররা বৃষ্টির কারণে ক্রাইস্টচার্চে গতকাল অনুশীলন করতে পারেনি। শুধু জিম সেজন করেই সন্তুষ্ট থাকতে হয়েছে রাসেল ডমিঙ্গোর শিষ্যদের। মাউন্ট মঙ্গানুইয়ের চেয়ে ক্রাইস্টচার্চে শীত আর বাতাসের পরিমাণ বেশি, তবে কিছুটা সমস্যা হলেও মানিয়ে নেয়ার চেষ্টা করছে টাইগাররা। তবে টিমের মধ্যে আত্মবিশ্বাসের কোন ঘাটতি নেই।
এই ভেন্যুতে ২০০৬ সালে একটা টেস্ট খেলেছিল বাংলাদেশ। যদিও সেই ম্যাচে ৯ উইকেটে হেরেছিল মুশফিকরা। তবে ক্রিকেটাররা এখন অতীত নিয়ে পড়ে থাকতে চায় না। শেষ টেস্টে জয়ের লক্ষ্যেই মাঠে নামতে প্রস্তুত টিম টাইগার্স।
প্রথম টেস্টে ইনজুরিতে পরেছেন মাহমুদুল জয়। তার জায়গায় ক্রাইস্টচার্চে দলে ফেরার সম্ভাবনা রয়েছে নাঈম শেখের।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: