• ঢাকা
  • বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৫ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

চলতি বছর রেমিট্যান্স বাড়বে ২ শতাংশ: বিশ্বব্যাংক


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ১২:৪৯ পিএম
রেমিট্যান্স বাড়বে ২ শতাংশ
রেমিট্যান্স বাড়বে

ডেস্ক রিপোর্টার: বিশ্বব্যাংক জানিয়েছে, চলতি বছরে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ ২ শতাংশ বাড়বে। বুধবার (১১ মে) বিশ্বব্যাংকের প্রকাশিত ‘মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ব্রিফ’ প্রতিবেদনে এ পূর্বাভাস দেওয়া হয়।
 
সংস্থাটি থেকে বলা হয়, মহামারির মধ্যে নিয়মিত প্রণোদনা দেয়ায় ২০২১ সালে ২২ দশমিক ২ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছিল বাংলাদেশ। চলতি বছরে (২০২২ সাল) তার চেয়ে ২ শতাংশ বেশি রেমিট্যান্স পেতে পারে দেশটি।
 
২০২২ সালে বিশ্বব্যাপী রেমিট্যান্স প্রবাহ বেড়ে ৬৩০ বিলিয়ন ডলার পৌঁছবে। তবে দক্ষিণ এশিয়ায় এই প্রবাহ কমবে ৪ দশমিক ৪ শতাংশ। নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে ৪ দশমিক ২ শতাংশ বাড়বে বলে জানিয়েছে বিশ্বব্যাংক।

বিশ্বব্যাংকের প্রকাশিত প্রতিবেদনে বাংলাদেশ প্রসঙ্গে বলা হয়, ২০২১ সালে বাংলাদেশে রেমিট্যান্স মাত্র ২ দশমিক ২ শতাংশ বেড়ে ২২ দশমিক ২ বিলিয়ন ডলার হয়েছে। চলতি বছরে দেশটির অর্থনীতির অন্যতম প্রধান এ সূচক খুব বেশি বাড়বে না।
 
পরিসংখ্যান থেকে দেখা যায়, মহামারির মধ্যেও ২০২১ সালে ২ হাজার ২০০ কোটি ২০ লাখ (২২.২০ বিলিয়ন) ডলার রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা, যা ছিল বাংলাদেশের ইতিহাসে যে কোনো বছরের মধ্যে সবচেয়ে বেশি।
 
কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য মতে, চলতি ২০২১-২২ অর্থবছরের ১০ মাসে (জুলাই-এপ্রিল) এক হাজার ৭৩০ কোটি ৭৭ লাখ (১৭.৩০ বিলিয়ন) ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। গত ২০২০-২১ অর্থবছরের একই সময়ে পাঠিয়েছিলেন ২ হাজার ৬৬ কোটি ৫৮ লাখ ডলার (২০.৬৬ বিলিয়ন) ডলার।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image