• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ; ০৩ অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

হালুয়াঘাট সীমন্তে ২১টি চোরাই মহিষ উদ্ধার


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: রবিবার, ০৩ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২:৫৭ পিএম
হালুয়াঘাট সীমন্তে ২১টি
চোরাই মহিষ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক ময়মনসিংহ : ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট সীমান্ত পাড়ি দিয়ে ভারত থেকে চোরাই পথে  ২১টি মহিষ শনিবার (২ সেপ্টেম্বর)  বিকেলে উদ্ধার করে থানায় আটক রাখা হয়েছে।  মহিষগুলোর ব্যাপারে আইনী পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানান ওসি হালুয়াঘাট।

অপরদিকে এলাকার চোরাকারবারি ও তাদের রক্ষাকারী প্রভাবশালী রাজনৈতিক প্রেসার গ্রুপ টাকার বিনিময়ে ভুয়া কাগজপত্র তৈরি করে চোরাই মহিষগুলো থানা থেকে ছাড়িয়ে নেওয়ার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে বলে এলাকাবাসী অভিযোগে জানিয়েছেন। 

এ ব্যাপারে ময়মনসিংহের পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা  শনিবার রাত সাড়ে ১১টায় জানান, ভুয়া কাগজপত্র দেখিয়ে মহিষগুলো  ছাড়িয়ে নেওয়ার কোন অবকাশ নেই।  মহিষ ছাড়িয়ে নেওয়ার পক্ষে কাগজপত্র দাখিল করা হলে তা গভীর তদন্ত সাপেক্ষে যাচাই করা হবে। 

হালুয়াঘাটের ভুবনকুড়া ইউপি চেয়ারম্যান মোঃ সুরুজ আলী জানান, হালুয়াঘাট সীমান্তের কড়ইতলী এলাকা দিয়ে শনিবার ভোররাতে মহিষগুলো কারবারিরা ভারত থেকে এনেছে বলে স্থানীয় লোকজন তাকে জানান। 

মহিষগুলোকে স্থানীয় মহিষলেঠী গ্রামের চোরাকারবারি হিসেবে পরিচিত গরু ব্যবসায়ী হীরা, বাদল ও শহীদুলের  বাড়িতে বেঁধে রাখে। তা দেখে স্থানীয় লোকের সন্দেহ হলে ইউপি চেয়ারম্যানকে ঘটনাটি অবহেলিত করেন।

এলাকাবাসী হালুয়াঘাট উপজেলা নির্বাহী অফিসার ও হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অভিযোগ জানালে শনিবার বিকেলে মহিষগুলোকে উদ্ধার করে থানা ক্যাম্পাসে আটক রাখা হয়। 

এ নিয়ে হালুয়াঘাটে চোরাকারবারি চক্রের নানামুখি তৎপরতায় চরম উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন। 

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image