
মো. জহিরুল ইসলাম, মৌলভীবাজার জেলা প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মুদিকে নিয়ে ফেসবুকে কটূক্তিমূলক লেখা ও কুরুচিপূর্ণ ছবি শেয়ার করার অপরাধে আটক করেছে পুলিশ৷
গত মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) রাত ১০ টার দিকে শহরের নতুন বাজার থেকে তাকে আটক করা হয়৷
আটকৃত ব্যক্তির নাম আব্দুল মুমিন (৪৩)। তিনি শ্রীমঙ্গলের নতুন বাজারের একজন পান ব্যবসায়ী৷ তার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের বিলাসের পাড় এলাকার মৃত মো রফিক মিয়া ছেলে আব্দুল মুমিন বলে জানা গেছে ।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক হওয়া আব্দুল মুমিন ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একটি এডিট করা ছবি ও কুরুচিপূর্ণ লেখা শেয়ার করেন৷ হাফিজ আজমল হোসেন জামী নামের একটি ফেসবুক আইডি থেকে মূল পোস্টটি গত ২৮ মার্চ করা হয়। সেই কুরুচিপূর্ণ লেখা ও ছবি দুইদিন আগে শেয়ার করেন আব্দুল মুমিন৷ আটক আব্দুল মুমিন শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির কার্যকরি পরিষদের নির্বাচিত সদস্য৷
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) নয়ন কারকুন বলেন, ‘প্রধানমন্ত্রীর নামে একটি বাজে ছবি ও কুরুচিপূর্ণ ফেসবুক পোস্ট শেয়ার করায় মুনিমকে আটক করা হয় ।
এই ঘটনায় শ্রীমঙ্গল থানার এসআই উইসুফ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেন। আসামীকে আজ বিকালে মৌলভীবাজার কোর্টে প্রেরণ করা হয়েছে
ঢাকানিউজ২৪.কম / মো. জহিরুল ইসলাম
আপনার মতামত লিখুন: