পঞ্চগড় প্রতিনিধি : জন্মাষ্টমী উপলক্ষ্যে পঞ্চগড়ে মঙ্গল শোভাযাত্রা বের করে সনাতন ধর্মাবলম্বীরা। সোমবার দুপুরে কেন্দ্রীয় দূর্গা মন্দির ও জেলা পূজা উদযাপন পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এই শোভাযাত্রায় আয়োজন করে।
কেন্দ্রীয় দূর্গা মন্দির চত্বর থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে এসে শেষ হয় । শোভাযাত্রায় জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদসহ সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন বয়সী নারী পুরুষসহ শিশুরা অংশ নেন। পরে পূর্জা অর্চনা শেষে প্রসাদ বিতরণ করা হয়।
এছাড়া বোদা, আটোয়ারী, বলরামপুসহ বিভিন্ন স্থানে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়।কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সার্বিকভাবে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ ও র্যাবের পাশাপাশি ফায়ার সার্ভিস সদস্যরাও সক্রিয় ছিল।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: