• ঢাকা
  • রবিবার, ২৩ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ০৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

সংখ্যালঘুদের উপাসনালয়, ঘরবাড়ি, সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদের পাহারা অব্যাহত রাখবে : ছাত্রশিবির


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বুধবার, ০৭ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ০৩:২৯ পিএম
সংখ্যালঘুদের উপাসনালয়, ঘরবাড়ি, সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদের পাহারা অব্যাহত
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

নিউজ ডেস্ক : দেশের চলমান অস্থিতিশীল পরিস্থিতে সুযোগসন্ধানী গোষ্ঠীর কবল থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের  উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা ও বিভিন্ন স্থাবর-অস্থাবরের নিরাপত্তা সুরক্ষায় সারা দেশে ছাত্রশিবির যে কার্যক্রম পরিচালনা করে আসছে, দেশ পরিপূর্ণ স্থিতিশীল হওয়া পর্যন্ত তা অব্যাহত রাখতে সকল জনশক্তিদের প্রতি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, “তারুণ্যের বীরত্বগাথা আপসহীন সংগ্রাম ও শত শত শহীদের রক্তের বিনিময়ে প্রিয় মাতৃভূমি স্বৈরাচার মুক্ত হয়েছে। কিন্তু দেশের অস্থির পরিস্থিতির সুযোগ নিয়ে আওয়ামী লীগের গুন্ডা বাহিনী ও দেশি-বিদেশি চক্রান্তকারীরা আমাদের বিজয়কে ম্লান করে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত আছে। এমতাবস্থায় আমাদের আরও সজাগ দৃষ্টি রাখতে হবে। বিশেষ করে বিভিন্ন ধর্মাবলম্বীদের উপাসনালয়, ঘরবাড়ি ও সহায়-সম্পত্তি ও রাষ্ট্রীয় সম্পদকে বিনষ্ট করার মাধ্যমে কেউ দেশে বিশৃঙ্খলা তৈরি করতে না পারে, সেদিকে ছাত্রশিবিরের জনশক্তিসহ দেশবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।”

নেতৃবৃন্দ ছাত্রশিবিরের জনশক্তিদের উদ্দেশে বলেন, “গ্রুপে গ্রুপে ভাগ হয়ে দেশের প্রতিটি উপাসনালয়, ঘরবাড়ি, সহায়-সম্পত্তি ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, থানা ও বিভিন্ন স্থাবর-অস্থাবরের সামনে শক্ত অবস্থান নিয়ে থাকতে হবে। অপ্রীতিকর কোনো পরিস্থিতি তৈরি হলে জনগণকে সাথে নিয়ে তা মোকাবিলা করতে হবে। মনে রাখতে হবে, এই দেশ আমাদের সকলের; সকলে মিলেই মানুষের জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের পাহারা দিতে হবে। যতক্ষণ পর্যন্ত দেশের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে না আসে, ততক্ষণ পর্যন্ত আমাদের এই নিরাপত্তামূলক কার্যক্রম অব্যাহত রাখার উদাত্ত আহ্বান জানাচ্ছি।

পরিশেষে আবারও বীর জনতাকে বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি ও পরিপূর্ণ স্বাধীনতা না আসা পর্যন্ত এ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। তারুণ্যের যুগান্তকারী গৌরবময় বিজয়ের সংগ্রামে ছাত্রশিবির সব সময় এক কাতারে থেকে লড়াই অব্যাহত রাখবে, ইনশাআল্লাহ।”

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image