নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের জয়দেবপুরের কোনাবাড়ি এলাকায় নির্মাণাধীন একটি ছয় তলা ভবন থেকে পড়ে রফিকুল ইসলাম (৩০) নামে এক রাজমিস্ত্রি নিহত হয়েছেন। রফিকুলের বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী থানার পূর্ব সুগাতি গ্রামে। বর্তমানে তিনি গাজীপুরের কোনাবাড়ি এলাকায় ভাড়া থাকতেন।
রবিবার (১১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢামেক হাসপাতালের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের সহকর্মী হাসিব জানান, "আমরা নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় কাজ করছিলাম। এ সময় রফিকুল ছয় তলায় কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যায়। তবে সে কি কাজে ছয় তলায় গিয়েছিল সে বিষয়ে আমি কিছু জানি না। পরে আমরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি, যেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।"
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, মরদেহ হাসপাতালের জরুরী বিভাগের মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।
ঢাকানিউজ২৪.কম / জেডএস/সানি
আপনার মতামত লিখুন: