মিঠামইন (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের হাওর উপজেলা ইটনা, মিঠামইন,অষ্টগ্রামে গত ৫ ই আগষ্ট সোমবার রাতে দলীয় কার্যালয় ভাংচুর, লুটপাট ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। ছাএলীগ যুবলীগ ও বহিরাগত লোকজন এসব ঘটনা ঘটায়।মিঠামইন উপজেলার বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর জানান,তার বড় ভাই শাহরিয়ার আলম তপন এর পাঁচপোড়ন নামে একটি অত্যাধনীক হোটেল ভাংচুর করেছে।
এছাড়াও একই সময়ে উপজেলা বিএনপির কার্যালয়ে ভাংচুর চালায় ছাএলীগ ও যুব লীগের নেতারা।ভাংচুরের সময় উপজেলা যুবদলের আহ্বায়ক ইমরান হোসেন জেরি(নৌশাদ)কে বেদুম মারপিট করেন।আজ মঙ্গলবার সকালে এর প্রতিবাদে সদর ইউনিয়ন পরিষদের গ্লাস ভাংচুর ও উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালায়।এসময় সেনাবাহিনী তাদের নির্বিত্ত করেন।
অষ্টগ্রাম উপজেলা আওয়ামীলীগের অফিস, আওয়ামীলীগ সভাপতির বাড়ি, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান মানিক দেবের বাড়ি ভাংচুর লুটপাট করা হয়।উপজেলা আওয়ামিলীগের অফিস পুড়িয়ে দিয়েছে সাধারণ জনতা।বাজারের ব্যবসায়ী লিটন শুক্ল দাস, কমল ফার্মেসী , জিরো পয়েন্টের হাওর ভুজ হোটেল ও সজীব দাসের স্টুডিও ভাংচুর করে।ইটনা উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে অগ্নি সংযোগ ও বাজারের অন্তত ১০ টি দোকান ভাংচুর ও লুটপাট করে জনতারা।
পরে থানায় আক্রমণ করতে গেলে বাধার সম্খীন হয়। তিন উপজেলায় উওেজনা বিরাজ করছে। মিঠামইন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ এরশাদ মিয়া জানান, গতকাল বিছিন্ন ঘটনা ঘটলেও পরিস্থিতি আজ শান্ত রয়েছে। সেনাবাহিনী টহলে রয়েছেন বলে তিনি জানান।
ঢাকানিউজ২৪.কম / কেএন
আপনার মতামত লিখুন: