• ঢাকা
  • শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ; ২৯ মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কান উৎসবে মাধবনের সিনেমা


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: শুক্রবার, ১৩ মে, ২০২২ খ্রিস্টাব্দ, ০৩:৩৭ পিএম
কান উৎসব
মাধবন

বিনোদন ডেস্ক: আর মাত্র কদিনের অপেক্ষা। এরপরই বসছে ৭৫তম কান চলচ্চিত্র উৎসব। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সম্মানিত চলচ্চিত্র উৎসবের মধ্যে অন্যতম কান। ফ্রান্সের কান শহরে প্রতি বছর মে মাসে এটির আয়োজন করা হয়।

১০ দিনব্যাপী এ উৎসবে হাজির থাকেন বিশ্বের নানা প্রান্তের তারকারা। এবারের কান চলচ্চিত্র উৎসবের কান্ট্রি অব অনার হিসেবে বেছে নেওয়া হয়েছে ভারতকে। মূলত ভারত আর ফ্রান্সের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যেই এ সম্মান।

১৭ মে কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। ২০২২-এর কান চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে দীপিকা পাড়ুকোন জুরি দলের সদস্য হিসেবে থাকছেন। অক্ষয় কুমার, নওয়াজউদ্দিন সিদ্দিকি, আর মাধবন, সুরকার এআর রহমান হাঁটবেন কানের রেড কার্পেটে।

তবে নতুন চমক হলো প্রথমবারের মতো সিনেমা পরিচালনা করে বাজিমাত করলেন মাধবন। কান চলচ্চিত্র উৎসবে মাধবন পরিচালিত প্রথম সিনেমা ‘রকেটারি’র প্রিমিয়ার হতে যাচ্ছে। রকেট বিজ্ঞানী নাম্বি নারায়ণনের জীবনের সত্যি ঘটনা অবলম্বনে নির্মিত সিনেমা ‘রকেটারি’।

পরিচালনার পাশাপাশি সিনেমাটিতে অভিনয়ও করেছেন মাধবন। এতে সাংবাদিকের ক্যামিও চরিত্রে অভিনয় করেছেন বলিউড কিং খান শাহরুখ। শাহরুখ ছাড়াও রজিত কাপুর, সুরিয়ার মতো তারকারাও আছেন এ সিনেমায়। কানের প্রিমিয়ারের পর ১ জুলাই সিনেমা হলে মুক্তি পাবে মাধবনের ‘রকেটারি’।

‘রকেটারি’ সিনমো ছাড়াও আরও পাঁচটি বিভিন্ন ভাষার সিনেমা এবার কান চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। এবার কান চলচ্চিত্র উৎসবে দেখানোর কথা আছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের সিনেমা ‘প্রতিদ্বন্দ্বী’। কানের ক্লাসিক সেকশন সিনেমা বিভাগে এটি বাছাই করা হয়েছে।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image