• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৭ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ; ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

কমছে পদ্মার পানি


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ আগষ্ট, ২০২৪ খ্রিস্টাব্দ, ১২:১২ পিএম
বিহার ও ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে
পদ্মার পানি

নিউজ ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গে ফারাক্কা বাঁধের ১০৯টি গেট খোলা রয়েছে বিহার ও ঝাড়খণ্ডে অতিবৃষ্টির কারণে। বাঁধে স্রোতের ভয়ঙ্কর গতিতেও ভাটিতে চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমছে। 

চাঁপাইনবাবগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, বুধবার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টায় এক সেন্টিমিটার পানি কমেছে। পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন রাতে এসব তথ্য জানিয়েছেন।

বাংলাদেশে পদ্মার প্রবেশমুখে চাঁপাইনবাবগঞ্জের পাংখা পয়েন্টে পানির স্তর পর্যবেক্ষণ করে রাতে ফারাক্কা ব্যারেজের পর ভারত থেকে এ তথ্য জানান পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী ময়েজ উদ্দীন।

তিনি বলেন, বুধবার (২৮ আগস্ট) ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১ সেন্টিমিটার পানি কমে পাংখা পয়েন্টে। ভোরে পাংখা পয়েন্টে পানির স্তর ছিল ২০ দশমিক ৫৫ মিটার। সন্ধ্যায় এক সেন্টিমিটার কমে ২০ দশমিক ৫৪ মিটারে নামে পানির স্তর। পাংখা পয়েন্টে বিপৎসীমা হচ্ছে ২০ দশমিক ০৫ মিটার। সে অনুযায়ী এখনো পদ্মার পানি বিপৎসীমার দেড় মিটারের বেশি নিচে রয়েছে।

এর আগে ফারাক্কা ব্যারেজের ১০৯টি জলকপাট খুলে দেয়ার খবর দেয় ভারতের বেশ কিছু গণমাধ্যম। সংবাদে বলা হয়, ভারতের বিহার ও ঝাড়খণ্ডে বন্যার কারণে ফারাক্কার কপাট খুলে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়। গত সোমবার (২৬ আগস্ট) দেশের গণমাধ্যমেও এমন খবর প্রচারের পর পদ্মা নদী তীরবর্তী মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন।

গবাদিপশু ও নারী-শিশুদের নিয়ে নির্ঘুম রাত কেটেছে পদ্মাপাড়ের লোকজনের। তবে পরদিন বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকাল হতেই সব আশঙ্কা দূর হয়েছে তাদের। পানি না বাড়ায় তাদের আতঙ্ক কেটে গেছে।

পদ্মা নদীর তীরবর্তী ও নদীর বিভিন্ন চরে থাকা বাসিন্দারা জানান, হঠাৎ করেই গত সোমবার (২৬ আগস্ট) বিকেলে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফারাক্কার ১০৯টি গেট খুলে দেয়ার খবর ছড়িয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে পড়েন সীমান্তবর্তী চাঁপাইনবাবগঞ্জের পদ্মারপাড় ও নদীর মাঝে থাকা বিভিন্ন চরের বাসিন্দারা। এমনকি সারারাত হঠাৎ আসতে পারে এমন বন্যার আতঙ্কে রাত কেটেছে তাদের। অনেকেই বন্যার আশঙ্কায় নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নিয়েছিলেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image