• ঢাকা
  • শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১ বঙ্গাব্দ; ২৬ এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
  • সরকারি নিবন্ধন নং ৬৮

Advertise your products here

banner image
website logo

ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এবার  ১,১২,৯৪৮ জন  এসএসসি পরীক্ষা দিচ্ছে 


ঢাকানিউজ২৪.কম ; প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২ খ্রিস্টাব্দ, ১১:২৯ এএম
ময়মনসিংহ শিক্ষা বোর্ডে
এসএসসি পরীক্ষার্থী

মোঃ নজরুল ইসলাম,  ময়মনসিংহ: বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১ টায় ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন ২০২২ইং সনের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি ও সমমানের) পরীক্ষা শুরু হচ্ছে । 

এবছর ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে ১,২৯১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৪৮টি কেন্দ্রে মোট ১,১২,৯৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন এর মধ্যে নিয়মিত ১,০৯,৭৩৮ জন এবং অনিমিয়ত ৫৫৬ জন। 

প্রথম দিন বাংলা ১ম পত্র (আবশ্যিক) সকাল ১১টায় অনুষ্ঠিত হবে সময় ২ ঘন্টা। এছাড়া এর মধ্যে ছাত্র ৫৭,২৯৭ জন এবং ছাত্রী ৫৫,৬৫১ জন।

ময়মনসিংহ জেলায় ৫৬৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৯টি কেন্দ্রে মোট ৪৯,৭১১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। জামালপুর জেলায় ৩১৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫২টি কেন্দ্রে ২৭,১১৭ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।  নেত্রকোনা জেলায় ২৪৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫টি কেন্দ্রে ২১,৫৯০ জন  শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।   শেরপুর জেলায় ১৬৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ১২টি কেন্দ্রে ১৪,৫৩০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। 

এর মধ্যে ময়মনসিংহ জেলায় বিজ্ঞান বিভাগে ১৭,৩৫০ জন, মানবিক বিভাগে ২৮,১৭২ জন এবং ব্যবসায় শিক্ষায় ৪,১৮৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবে। জামালপুর জেলায় বিজ্ঞান বিভাগে ১০,৬৯১ জন, মানবিক বিভাগে ১৩,৭০৮ জন এবং ব্যাবসায় শিক্ষায় ২,৭১৮ জন শিক্ষাথী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। 

নেত্রকোণা জেলায় বিজ্ঞান বিভাগে ৩,৩৪৫ জন, মানবিক বিভাগে ১৭,৩৮৬ জন এবং ব্যাবসায় শিক্ষায় ৮৫৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন। শেরপুর জেলায় বিজ্ঞান বিভাগে ৭,৫৭৩ জন, মানবিক বিভাগে ৬,২৯৯ জন এবং ব্যাবসায় শিক্ষায় ৬৫৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহণ করবেন।

ঢাকানিউজ২৪.কম / কেএন

আরো পড়ুন

banner image
banner image